১ম শিক্ষা

 بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

বিসমিল্লাহির রাহ মানির রাহিম
অনুবাদ - শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু
সারাদিনের বিভিন্ন সময়ে আল্লাহকে স্মরণ করা বা জিকির করা।

কারো সাথে দেখা হলে প্রথমে সালাম দিন
السلام عليكم
আসসালামু আলাইকুম
অনুবাদ - আপনার ওপর শান্তি বর্ষিত হোক
السلام عليكم ورحمة الله وبركاته
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
অনুবাদ - আপনার ওপর শান্তি ও আল্লাহর রহমত,আল্লাহর বরকত বর্ষিত হোক

যে বা যারা শুনবে তারা উত্তর দিবে -
وعليكم السلام
অলাইকুমুস সালাম
অনুবাদ - আপনারও ওপর শান্তি বর্ষিত হোক
و عليكم السلام والرحمة الله وبركاته 
ওয়ালাইকুমুস সালাম
ওয়ালাইকুমুস সালাম
অলাইকুমুস সালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
অনুবাদ - আপনারও ওপর শান্তি ও আল্লাহর রহমত,আল্লাহর বরকত বর্ষিত হোক

কথোপকথন - ১
নিয়ত - আল্লাহর খুশি
আপনার পরিচিত বাদে মানুষও যদি সালাম শুনে থাকে তাহলে তাকেও উত্তর দিতে হবে
অনেকসময় অনেকেই মনে মনে উত্তর দিয়ে থাকে এইজন্য আপনি চিন্তা করেন না সে উত্তর দিইনি অনেকেই অপমান বোধ করে থাকে কিছু লোক পরের বার সালাম দেওয়া থেকে এড়িয়ে চলার চেষ্টা করে কারন সে উত্তর দেই না - এইটা ঠিক না
আপনার কোন আত্মীয় এর সাথে দেখা হল যে আপনাকে পছন্দ করে না তাকে কি সালাম দিবেন ?
আপনাকে অবশ্যই সালাম দিতে হবে এবং তার বাড়ির সকলের খবর নিতে হবে সবাই ভাল আছে কিনা কারন আত্মীয়র হক আদায় না হলে আপনি জিজ্ঞাসিত হবেন।
যে কোন বাড়িতে প্রবেশ করার পূর্বে সালাম দিতে হবে ৩ বার যদি কেউ উত্তর না দেই তাহলে বাড়িতে প্রবেশ করা যাবে না
মোবাইলে একজনকে ৩ বার রিং দিলে সে ফোন না ধরলে রাগ করবেন না কিছুক্ষণ পরে আবার রিং দিন , অপেক্ষা করুন সে আপনাকে রিং ব্যাক করবে ইনশাল্লাহ

যখন কেউ আমাদের কোন উপকার করে বা ভাল কিছু শিক্ষা দেই বা কেউ কিছু দিলে কিংবা কারো মাধ্যমে কোন কাজ হলে কি বলবেন
جزاك اللهُ خيراً
জাজাকাল্লাহু খাইরান
অনুবাদ - আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন
উত্তরে বলবেন
  وَأَنْتُمْ فَجَزَاكُمُ اللَّهُ خَيْرً

ওয়া আনতুম ফা জাজাকাল্লাহু খাইরান
আল্লাহ আপনাকেও উত্তম প্রতিদান দান করুন

কথোপকথন - ২
নিয়ত - আল্লাহর খুশি
আসসালামু আলাইকুম আপনি আমাকে উপকার বা সাহায্য করলেন জাজাকাল্লাহু খাইরান
আসসালামু আলাইকুম আপনার কাছ থেকে আমি বা তারা ভাল কিছু শিখতে পারল বা জানতে পারল জাজাকাল্লাহু খাইরান
আসসালামু আলাইকুম আপনাকে দেখলাম আপনি একজন অন্ধ বা বৃদ্ধ মানুষকে হাত ধরে রাস্তা পার করে দিচ্ছেন জাজাকাল্লাহু খাইরান
আসসালামু আলাইকুম গতদিন একটা ইজি বাইক আর রিক্সার এক্সিডেন্ট হল আপনি দৌড়ায়ে যেয়ে রিক্সার মানুষটিকে ধরে তুলে দিলেন দেখে খুব ভাল লাগল জাজাকাল্লাহু খাইরান
উত্তরে আপনি বলবেন ওয়া আনতুম ফা জাজাকাল্লাহু খাইরান

কারো কাছ থেকে বিদায় নেয়ার সময় বা কেউ দোয়া করতে বললে তাকে বলুন
في امان الله
ফি আমানিল্লাহ
অনুবাদ - আল্লাহর কাছে আমানত বা আল্লাহর আপনাকে রক্ষা করুন

কথোপকথন - ৩
নিয়ত - আল্লাহর খুশি
ভাই অনেক কথা হলো আযান দিয়েছে সলাতে (নামজে) যাব আপনিও আমার সাথে গেলে খুব ভাল হত ফি আমানিল্লাহ 

কাউকে ধন্যবাদ দিতে হলে
بارك الله فيكم 
বারাক আল্লাহু ফী কুম
অনুবাদ - আল্লাহ আপনাকে মহিমান্বিত করুন

কথোপকথন - ৪
নিয়ত - আল্লাহর খুশি
আপনি আমাকে কোন সাহায্য করতে পারেননি এতে আমি রাগ করিনি বরং খুশি বারাক আল্লাহু ফী কুম
আপনি আমাকে সাহায্য করার চেষ্টা করেছেন এতেই আমি খুশি বারাক আল্লাহু ফী কুম 
আপনি আমাকে অনেক সাহায্য করলেন বারাক আল্লাহু ফী কুম 

ভালো কিছু খাওয়া বা পান করা শেষে, কোন শুভ সংবাদ শোনা হলে, কেউ কেমন আছো জিজ্ঞেস করলে ,হাচি দেওয়ার পর - তার জবাবে কি বলবেন?
الحمد لله
আলহামদুলিল্লাহ
অনুবাদ - সমস্ত প্রশংসা আল্লাহর জন্য


কথোপকথন - ৫
নিয়ত - আল্লাহর খুশি
সালাম দিয়ে কথা শুরু করুন 
আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন ?
উত্তরে বলবেন - অলাইকুমুস সালাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভাল আছি 
আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও ভাল আছি
সে চাকুরিটা পেয়েছে আলহামদুলিল্লাহ 
সে পরীক্ষায় পাশ করেছে আলহামদুলিল্লাহ


استغفر الله 
আস্তাগফিরুল্লাহ
অনুবাদ - আল্লাহর কাচে ক্ষমা চাই

ماشاء الله 
মা শা আল্লাহ
অনুবাদ - আল্লাহ যেভাবে করতে চেয়েছেন

سبحان الله 
সুবাহানাল্লাহ
অনুবাদ - আল্লাহ তায়ালা পবিত্র

نعوذ بالله 
নাউজুবিল্লাহ
অনুবাদ - আল্লাহর কাছে আশ্রয় চাই

ان شاء الله ﺗﻌﺎﻟﯽٰ 
ইন শা আল্লাহ
অনুবাদ - যদি আল্লাহ চান 
 
হযরত মোহাম্মদ সাঃ এর নাম শুনলে বলতে হবে
  ﺻﻠﯽ الله ﻋﻠﯿﮧ ﻭﺍٓﻟﮧ ﻭﺳﻠﻢ
সাল্লাল্লাহু তা'আলা আলাইহেস সালাম
অনুবাদ - তার উপর শান্তি বর্ষিত হোক

সাহাবিদের নামের শেষে কি বলতে হই
رضي الله ﺗﻌﺎﻟﯽٰ عنه
রাদিয়াল্লাহু তালা আনহু
অনুবাদ - আল্লাহ্ তার উপর সন্তুষ্ট


মহিলা সাহাবিদের নামের শেষে কি বলতে হই
رضي الله ﺗﻌﺎﻟﯽٰعنها
রাদিয়াল্লাহু তালা আনহা
অনুবাদ - আল্লাহ্ তার উপর সন্তুষ্ট

إِنَّا لِلّهِ 
ইন্নালিল্লাহ
অনুবাদ - নিশ্চয় আমরা আল্লাহর জন্য

তারা কোনো মুসিবতে অক্রান্ত হলে বলে
إِنَّا لِلّهِ وَإِنَّـا إِلَيْهِ رَاجِعونَ
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
আমরা আল্লাহর এবং নিশ্চয় আল্লাহর কাছেই ফিরে যাব
  
 
কোন বড় ইমাম বা কোন ইসলামিক পণ্ডিত বা বিদ্বান যে মারা গিয়েছে তার নামের শেষে রহঃ যোগ করুন
রাহেমুল্লাহ
আল্লাহ তার উপর রহম করুন


কাউকে কিছু জিজ্ঞেস করতে গেলে বা সাহায্য চাইতে গেলে
নিয়ত - আল্লাহর খুশি
সালাম দিয়ে শুরু করবেন
আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন ?
যদি পারেন - আলহামদুলিল্লাহ আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি ?
যদি না পারেন - আস্তাগফিরুল্লাহ আমি হইত পারব না কিন্তু অন্য কাউকে জিজ্ঞেস করুন আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবে ইনশাল্লাহ
সাহায্য নেওয়ার পর - জাজাকাল্লাহু খাইরান বা বারাক আল্লাহু ফী কুম বলে ফি আমানিল্লাহ বলে বিদায় নিন




ওয়ালাইকুমুস সালাম
ওয়ালাইকুমুস সালাম
ওয়ালাইকুমুস সালাম
ওয়ালাইকুমুস সালাম
ওয়ালাইকুমুস সালাম
ওয়ালাইকুমুস সালা
ওয়ালাইকুমুস সালাম